দেশজুড়ে
মির্জাগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ছাত্রদলের দোয়া


মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতাঃ মির্জাগঞ্জে বিএনপির চেয়ারপারপার্সন বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে বাদ আছর উপজেলা সদরের সুবিখাদলী আশ্রাফ পার্টি সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার মোকলেচ, যুগ্ম-অহ্বায়ক আবুল খায়ের মৃধা, মোঃ শাহীন, মোঃ রাজিব মাঝী, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমরুল ইসলাম আলাল,সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর বিশেষ ক্ষমতায় প্রথমে ৬ মাস পরবর্তীতে আরও ৬ মাস তার নিজ বাসায় অবস্থান করছেন। সম্প্রতি তিনি করোনাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।