দেশজুড়ে

মির্জাপুরে গাছ পুড়িয়ে কয়লা তৈরির দায়ে চুল্লি ধ্বংস

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে বনের গাছ পুড়িয়ে কয়লা তৈরির দায়ে ১৬টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়েছে। একইসাথে চুল্লি মালিককে অর্থদন্ড করা হয়েছে।

মঙ্গলবার (১৭আগস্ট) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে এ চুল্লিগুলো ধ্বংস ও অর্থদন্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ওইস্থানে অভিযান পরিচালনা করি এবং কাঠ পোড়ানোর সাথে জড়িত ব্যক্তি বাঁশতৈল গ্রামের মো. কুমর আলীর ছেলে হারুন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করে দেয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button