চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্য নায়ক খুনি জিয়ার মরনোত্তর বিচার ও বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকরের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সোয়া বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহা. জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কমিটির সদস্য ইফতেখার সুজন, সদর উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও জেলা আ.লীগের সদস্য শহিদুল হুদা অলক, সাবেক ছাত্রনেতা ফায়জার রহমান কনক, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান আরমান প্রমূখ।
বক্তারা বলেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্টের হামলা একই সুত্রে গাঁথা। মহান মুক্তিযুদ্ধের বিরোধীরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে।
তাদের সে ষড়যন্ত্র আবার মাথা চাঁরা দিয়ে ওঠে। বিএনপি জামায়াতের মদদে দেশের ৬৩ জেলায় ১৭ আগস্ট নিষিদ্ধ সংগঠন জেএমবি সিরিজ বোমা হামলা চালায়। এতে অনেক নিরীহ মানুষ মারা যায়। তারা এ বোমা হামলা চালিয়ে দেশকে অচল করতে চেয়েছিল। তাদের এ ষড়যন্ত্র সফল হয়নি।
কিন্তু তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতিহত করতে বঙ্গবন্ধুর আদের্শ গড়া প্রতিটি সৈনিক সোচ্চার রয়েছে। ১৫, ১৭ ও ২১ আগষ্ট ঘটে যাওয়া ষড়যন্ত্রের পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের সুচারুরুপে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিযে আসার দাবী জানান বক্তারা।