দেশজুড়ে
শ্রীনগরে রাঢ়িখালে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজারে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ হয়েছে। মঙ্গলবার বিকালে নতুন বাজার সংলগ্ন বালুর মাঠে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. স্বপন ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, স্থানীয় ইউপি সদস্য মো. আজিজুল হক মাস্টার, মো. হারুন বেপারী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ মাদবর, নুরুল হক মোল্লা, গাছি মিজানুর রহমান, আশরাফ বেপারী, শহিদুল সিকদার, আরিফ হোসেনসহ অনেকে। দোয়া মাহফিল শেষে প্রায় ২ হাজার গরীব ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।