দেশজুড়ে

কমলনগরে পল্লী উন্নয়নের (এসএমই) প্রনোদনা ঋণের চেক বিতরণ

শাহদাত সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ“এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরবিডিবি’র উদ্যোগে ঋণ বিতরণ উৎসব শুরু হয়েছে।

মঙ্গবার (১৭ আগষ্ট) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলনগর উপজেলা কার্যালয়ে এ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় বিআরডিবি’র বিভিন্ন পর্যায়ের সমিতির সদস্যদের মধ্যে ১ জন মৎস্য চাষী, ২ জন ফার্ণিচার ব্যবসায়ী, ১জন ডেইরি খামারি, ১জন খাদ্য উৎপাদনকারী, ২জন রাখি মালে ব্যবসায়ী, প্রত্যেকের মাঝে ২ লক্ষ টাকা করে প্রণোদনার ঋণের চেক তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা পুদম পুষ্প চাকমা, লক্ষ্মীপুর বিআরডিবি’র উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর হোসেন, কমলনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হাজ্বী মনিরুল ইসলাম রিপু সহ বিভিন্ন সমিতির পরিচালক ও সদস্য বৃন্দ।

উল্লেখ্য যে, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী সারাদেশে বিআরডিবিতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়। বিআরডিবি কমলনগর প্রথম পর্যায়ে ১৪ লক্ষ টাকা বরাদ্দ পায়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button