স্বেচ্ছাসেবী সংগঠন SKBK সম্মেলিত ব্লাডব্যাংকের বেনাপোল শাখা কমিটির অনুমোদন

0
157

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ “ করিলে সেচ্ছায় রক্তদান,পাবেন অপরিসিম সম্মান” স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন SKBK সম্মিলিত ব্লাড ব্যাংকের বেনাপোল শাখার কমিটি গঠিত হয়েছে।

সোমবার ( ১৬ আগষ্ট ) বিকালে উপজেলার বাঁগআচড়া বাজারে এক বর্ধিত সভায় জামাল হোসেনকে সভাপতি ও আব্দুস সালাম বাবুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বেনাপোল শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।

নব ঘোষিত বেনাপোল শাখা কমিটির অন্যান্যরা হলো- মোঃ কামরুজ্জামান বাবু ( সহ সভাপতি-১),মোঃ রায়হান হোসেন ( সহ সভাপতি-২),মোঃ সনি মোড়ল ( যুগ্ন সাধারন সম্পাদক ),মোঃ রাসেল হোসেন( যুগ্ন সাধারন সম্পাদক ),মোঃ আলী রেজা রাজু ( অর্থ সম্পাদক ),মোঃ রাজিব হোসেন ( সাংগঠনিক সম্পাদক ),মোঃ ইনামুল হোসেন ( সহ সাংগঠনিক সম্পাদক ),মোঃ রাসেল হোসেন-২ ( প্রচার সম্পাদক ),মোঃ মেহেদী হাসান ( সহ প্রচার সম্পাদক ),মোঃ শাকিব খান ( দপ্তর সম্পাদক ),মোঃ আবুজার খান ( সহ দপ্তর সম্পাদক ),মোঃ জাবেদ ওমর জিসান ( সমাজ কল্যান সম্পাদক ),মোঃ জাহিদ হাসান ( স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ),মোঃ নাইমুর রহমান ( সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ),মোছাঃ সোনালী আক্তার ( মহিলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ),মোছাঃ রাবেয়া সুলতানা ( সহ মহিলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ),মোঃ নয়ন হোসেন ( সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ),হাঃ মোঃ ইস্রাফিল হোসেন ( ধর্ম বিষয়ক সম্পাদক ),মোঃ ইসমাঈল বকুল ( কার্যকারী সদস্য ),মোঃ মামুন খান ( কার্যকারী সদস্য ),মোঃ আলামিন ( কার্যকারী সদস্য ),মোঃ আবু হানিফ ( কার্যকারী সদস্য ),মোঃ সুজন হোসেন ( কার্যকারী সদস্য ),মোঃ সাগর হোসেন ( কার্যকারী সদস্য ) ও মোঃ ঈমন হোসেন ( কার্যকারী সদস্য )।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহদী হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজু আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বেনাপোল শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২০ ইং সালে শার্শা উপজেলায় যাত্রা শুরু করে অদ্যবধি অত্যান্ত সুনামের সহিত নিরলস ভাবে এলাকায় জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

জরুরী প্রয়োজনে বিনামূল্যে স্বেচ্ছায় নিয়মিত রক্তদান, করোনা আক্রন্তদের জরুরী অক্সিজেন সরবারহ,মৃতদের দাফন-কাফনের ব্যবস্থা,দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণসহ বিবধ জনসেবা মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে যশোর জেলাব্যাপি সুনাম অর্জন করেছেন।