দেশজুড়ে

শোক দিবসে পতাকা উত্তোলন না করা সেই প্রধান শিক্ষককে শোকজ

মোঃ রনি খান,মির্জাগঞ্জ থেকেঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে শোকের মাসে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা অমান্য করায় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বিশ্বাসকে উপজেলা শিক্ষা অফিস লিখিতভাবে শোকজ করেছে।

সোমবার ১৬ আগস্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম লিখিতভাবে তাকে কারন দর্শনের নোটিশ করেন। যা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখতভাবে যথাযথ জবাব দেওয়ার কথা বলা হয়েছে। শাহ আলম বিশ্বাস উপজেলার মধ্য চালিতাবুনিয়া ১০৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জনতে চাইলে প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বিশ্বাস বলেন, আমি ডিপার্টমেন্টাল ভাবে বুঝবো। আপনি আমারে ফোন দিছেন কেন,আর কোন দিন ফোন দিবেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন,তাকে কারন দর্শনের নোটিশ পাঠানো হয়েছে। যা ইউএনও এবং জেলা শিক্ষা অফিসারকে অবহিত কপি পাঠানো হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে যদি সন্তোষজনক জবাব না দিতে পারে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে যে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কিন্তু গত রবিবার ১৫ আগস্ট ওই বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button