দেশজুড়ে

রামেক হাসপাতালে একদিনে ১০ জনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন ও ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। সোমবার (১৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন করে এবং চুয়াডাঙ্গার ১ জন। এনিয়ে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৭৭তম দিনে মোট ১ হাজার ১২২ জন মারা গেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৭৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৪২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.০০%।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পর বর্তমানে এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ২৯৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button