দেশজুড়ে

মির্জাপুরে নানা আয়োজনে ‘জাতীয় শোক দিবস’ পালন

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে শোক র‌্যালী, শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনা, পুরস্কার বিতরণ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং কুমুদিনী হাসপাতালসহ নানা পেশাজীবী, রাজনৈতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন আয়োজনে দিবসকে পালন করেছে।

উপজেলা প্রশাসনঃ রোববার (১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের জনগণ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভ‚মি) মো. জুবায়ের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দূর্লভ চন্দ্র, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মির্জাপুর পৌরসভাঃ এদিকে বেলা ১১টায় মির্জাপুর পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র সালমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর সুমন হক, তাপস সাহা, আনোয়ার হোসেন, আব্দুল জলিল সিকদার, শামীম খান, আলী আজম সিদ্দিকী, আ. রাজ্জাক, হাজী দুলাল মিয়া, হাফিজুর রহমান, মহিলা কাউন্সিলর আফসানা আক্তার, রওশন আরা বেগম, চন্দনা দে, হিসাবরক্ষক আবুল হাসনাত, প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ মুয়াজ্জিন হাফেজ মো. সেলিম মিয়া।

উপজেলা আ.লীগঃ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া পরিচালনা করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজহারুল ইসলাম শিপলু, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহেল রানা, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব আলম ফিরোজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি আব্দুল মোমেন, পৌর আ.লীগের সভাপতি হারুন-অর-রশিদ, সম্পাদক মো. আলম মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের আহŸায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহŸায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম খান, সাধারণ সমআদক সাইফুল ইসলাম সিয়ামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে।

মির্জাপুর সরকারি কলেজঃ মির্জাপুর সরকারি কলেজে শোক র‌্যালি, শহীদদের স্মরণে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমানের সভাপতিত্বে সকল শিক্ষক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কলেজের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমুদিনী হাসপাতালঃ সকালে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমুদিনী হাসপাতালের ডাক্তারবৃন্দ, ভারতেশ্বরী হোমস্, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button