দেশজুড়ে
দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস কর্মসূচি উদযাপন
শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকাল ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি মনজিদ আলম শিমুল ও সাধারণ সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
এ সময় উপস্থিত ছিলেন , দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ মো: সাদেকুল ইসলাম সাব্বির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মিজানুর রহমান পাপ্পু দপ্তর সম্পাদক মো: তাহেরুল আনাম শিপলু, নিবাহী সদস্য মো: আব্দুস সালাম, মো: নবিউল ইসলাম দুলু, মো: রুবেল হোসেন, মো: জাহিদ হাসান অন্তর ও অন্যান্য সদস্যরা।