ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে যুব ঋণ বিতরণ
মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবক-যুবতীর মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে ৬ জন যুবক-যুবতীর হাতে ৪০ হাজার টাকা করে ২ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা কৃষি কর্মকর্তা সাধারণ কুমার গুহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো) ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।