দেশজুড়ে

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ‘২০২১ উপলক্ষে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিনটি পালন করা হয়।

দিনের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জাতীয় পতাকা অর্ধনমিতকরন, হাসপাতাল এর কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সহ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নারায়ণ চন্দ্র রায় জয় জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা (ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা সহ) সেবা দেয়া হয়। ভর্তি রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button