দেশজুড়ে
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত
চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ‘২০২১ উপলক্ষে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিনটি পালন করা হয়।
দিনের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জাতীয় পতাকা অর্ধনমিতকরন, হাসপাতাল এর কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সহ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নারায়ণ চন্দ্র রায় জয় জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা (ডায়াগনস্টিক পরীক্ষা নিরীক্ষা সহ) সেবা দেয়া হয়। ভর্তি রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।