কালিহাতীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন
জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : ১৫ আগস্ট (রবিবার) দিনভর বর্ণিল কর্মসূচীর মধ্য দিয়ে কালিহাতীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, জাতির পিতার স্মরণে আলোচনা সভা আলোচনা সভা, বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরণ, অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম.এ মালেক ভুইঞা, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুল হাসান, কালিহাতী সার্কেলের এএসপি শরিফুল ইসলাম, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি মো. নুরুন্নবী সরকার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসকল অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমান ফরিদ।
বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির-গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিশেষ মোনাজাত ও গণ ভোজের আয়োজন করা হয়।