দেশজুড়ে

তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে জাতীয় শোক দিবস পালিত

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনটি শুরু হয়। সকাল ১০ টায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা কালো ব্যাজ ধারণ করেন। কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও রাজনীতির উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন হাবিবুর রহমান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন , তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সাইফুল্লাহ । দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ করা হয় ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button