“শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”
মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার সকাল ৯টা থেকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জেলার প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন , নওগাঁ জেলা প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা বেসরকারী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।