দেশজুড়ে
বঙ্গবন্ধুর এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে ফুলবাড়ী ২৯ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় গরীব ও দুস্থদের মাঝে রবিবার, ১৫ আগস্ট ২০২১ তারিখে মোট ১২৫ টি পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন লেঃ কর্নেল মোঃ শরীফ উল্লাহ আবেদ (এসজিপি), অধিনায়ক, ফুলবাড়ী ব্য̈াটালিয়ন (২৯ বিজিবি)। এ সময় আরোও উপস্থিত ছিলেন মেজর মোঃ নঈম রেজভী, উপ-অধিনায়ক ও মোঃ মাহাতাব উদ্দিন, সহকারী পরিচালক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় ব্যক্তিবর্গ এবং ইলেট্রকি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।