দেশজুড়ে

গোপালপুরে জাতীয় শোক উদযাপনে নগদ টাকা ও চাল বিতরণ

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে স্থানীয় সাংসদ ছোট মনির উপজেলার ৭২টি ওয়ার্ডসহ মোট ১০০টি পয়েন্টে কাঙ্গালীভোজ আয়োজনে জন্য ৮০ কেজি করে চাল এবং পৌর ওয়ার্ডে ৫ হাজার ও ইউনিয়ন ওয়ার্ডের জন্য নগদ ৩ হাজার করে টাকা প্রদান করেন।

অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭২টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ তিন হাজার করে টাকা প্রদান করেছেন।

শনিবার সকাল থেকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে স্থানীয় সাংসদ ছোট মনির এবং উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তাঁর কার্যালয় থেকে এসব চাল ও নগদ টাকা বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button