দেশজুড়ে
জাতীয় শোক দিবস উপলক্ষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপন
শিমুল,দিনাজপুর প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগ দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। ১৪ আগষ্ট শনিবার প্রথম দিনে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়।
উদ্বোধন করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোমিনুল হক। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মী জাকিরের নেতৃত্বে ছাত্রলীগ দুদিন ব্যাপী কর্মসুচীতে অংশগ্রহন করে।
১৫ আগষ্ট রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধাসহ সহ বিভিন্ন কর্মসুচী পালন করা হবে।