শ্রীনগরে জাতীয় পতাকা অর্ধণমিত রাখার প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধণমিত রাখার নিয়মাবলি প্রসঙ্গে প্রশিক্ষণ, অবহিতকরণ পথসভা ও লিফলেট বিতরণ হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীনগর বাজার সংলগ্ন পোষ্ট অফিসের সামনে এই কর্মসূটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, শ্রীনগর (সদর) ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নেতা আবু হানিফা মোহাম্মদ নোমানসহ উপজেলা স্কাউট দলের সদস্যগণ।
জানা যায়, শ্রীনগর উপজেলা স্কাউট টিমের সার্বিক সহযোগিতায় উক্ত কর্মসূচির আওতায় উজেলার ১৪টি ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধণমিত রাখার সঠিক নিয়মাবলি সমন্ধে অবহিতকরণ পথসভা, প্রশিক্ষণ ও লিফলেট বিতরণ করা হচ্ছে।