মাগুরায় অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে এসে কলেজের শিক্ষার্থীদের গুনতে হচ্ছে টাকা
মতিন রহমান, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটের ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে এসে প্রতি বিষয়ে ১০ টাকা করে গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সরকারি নির্দেশানা মোতাবেক বাড়ি থেকে বিষয় ভিত্তিক অ্যাসাইনমেন্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। সেই ধারাবাহিকতায় অমরেশ বসু ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আজ কলেজে এসে এসব অ্যাসাইনমেন্টের খাতা জমা দিতে আসে। খাতা জমা দেওয়া সময় প্রতি শিক্ষার্থীদের প্রতি বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে গুনতে হচ্ছে ১০ টাকা। শনিবার (১৪ আগষ্ট) শিক্ষার্থীদের ৪টি বিষয়ের খাতা জমা দিতে গুনতে হয়েছে ৪০ টাকা।
শনিবার (১৪ আগষ্ট) সরেজমিনে কলেজে গিয়ে দেখা যায়, কলেজের একাডেমি ভবনের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। প্রত্যেক শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্টের খাতা জমা দিচ্ছে। সাথে প্রতি সাবজেক্টে ১০ টাকা করে দিতে হয়েছে। তবে কেনো এবং কি কারনে এই টাকা জমা নিচ্ছে সে বিষয়ে শিক্ষার্থীরা কিছুই জানে না বলে জানায় একাধিক শিক্ষার্থী। এমনকি ওই টাকার কোনো জমা রশিদও দেওয়া হচ্ছে না বলে জানায় শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তোফা ফারুক আহমেদ এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শরিফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে কলেজের একাধিক শিক্ষার্থীরা জানায়, শুধুমাত্র অ্যাসাইনমেন্টের জন্যই নয়, এর আগেও অন্যান্য কাজে তাদের থেকে টাকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ । সেসব টাকার কোনো ভাউচার দেয়নি। এমনকি কি কারণে এই টাকা নেওয়া হয় সে বিষয়েও শিক্ষার্থীদেরকে কিছুই জানানো হয়না বলেও অভিযোগ আসে।
অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে মাগুরা সদর উপজেলা নিবাহী অফিসার ইয়াসিন কবীর বলেন, এসব বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলেও জানান ইউএনও।