দেশজুড়ে
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ৫৩ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল রানা (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, থানার এসআই এমদাদুল হক শুক্রবার (১৩ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার শিবরামপুর মাদরাসা মোড় বাজারে সোহেল ফার্মেসীতে অভিযান চালিয়ে সেখান থেকে ট্যাবলেটগুলো জব্দ করেন ও ফার্মেসীর মালিককে আটক করেন।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।