দেশজুড়ে

গোপালপুরে মরহুম রশিদ মাস্টারের স্বরণ সভা

মো নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নবগ্রাম দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)’র উপজেলা সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রশিদ মাস্টারের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩জুলাই) বিকালে ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কেন্দ্রিয় কবরস্থান মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নওজেশ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনির।

যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম আরিফ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আঃ হাই, জেলা পরিষদ সদস্য এস.এম রফিকুল ইসলাম, বিএমজিটিএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা আহবায়ক অধ্যাপক কেএম শামীম ও জেলা সদস্য আশরাফ আলী, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।

উল্লেখ্য, গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত ছাদের আলীর কৃতিসন্তান মোঃ আব্দুর রশিদ মাস্টার গত ২৫জুলাই রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button