যশোরে নিউজ পোর্টাল বার্তা বাজার এর ৯ম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত
নাজিম উদ্দীন জনিঃ যশোরে জমকালো আয়োজনে সরকার নিবন্ধিত ন্যাশনাল মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার(১৩আগস্ট) সারাদেশের ন্যায় যশোর শহরের অভিজাত রেস্টুরেন্টে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা এবং দুপুরে প্রিতি ভোজের আয়োজন করা হয়। পোর্টালটি ৮ম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পন করলো।
এসময় প্রতিষ্ঠা বার্ষীকি অনুষ্ঠানে যশোর প্রতিনিধি এ্যান্টনি দাস অপুর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে আগত বার্তা বাজার এর সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলম। একই সাথে উপস্থিত ছিলেন দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার জি এম ওভি, চ্যানেল টোয়েন্টিফোরের ভিডিও জার্নালিস্ট ইমরান হোসেন,বনিফেস সংগঠনের পরিচালক ও ফটো সাংবাদিক বনি বিল্লাহ, দৈনিক স্বাধীন বার্তা ২৪ এর প্রকাশক এম এইচ উজ্জল, দৈনিক লাখোকন্ঠের প্রতিনিধি শাহারুল ইসলাম, চ্যানেল দূর্জয়ের পরিচালক সালাউদ্দিন সাগর সহ অনান্য সাংবাদিক বৃন্দরা।