হেল্প চাঁপাই এর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির রাজশাহী কে ২০০০ মাস্ক প্রদান
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ করোনাকালীন সংকটের সময় “হেল্প চাঁপাই” সংগঠনের -সভাপতি জারা জাবিন মাহবুব “হেল্প চাঁপাই” এর সাধারণ সম্পাদক মোঃ জিলহাজ বাবু র মাধ্যমে আজ সকাল দশটার সময় রাজশাহী উপশহরস্ত “চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহী”- এর কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক এর নিকট ২০০০(দুই হাজার ) মাস্ক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রাজশাহী”‘র সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর আলম,যুগ্ন আহ্বায়ক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মোখলেশুর রহমান কচি, প্রফেসর মোঃ তাইফুর রহমান, আকতারুল ইসলাম, আব্দুস সাত্তার, আকতারুল ইসলাম টমাস,মোতাহার হোসেন,আব্দুল জলিল সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
মাস্ক গ্রহণের সময় সমিতির সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মাস্ক প্রদানকারী সংস্থা হেল্প চাঁপাই এর সভাপতি জারা জাবিন মাহবুবকে ধন্যবাদ জানান এবং যেখানেই অবস্থান করেন না কেন সংকটকালীন মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন।