রবিন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অহংকার : এম. এ জলিল

0
127

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, রবিন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অহংকার। মনুষ্যত্ববোধ ও মানবতাবোধের মূল্যবোধ বিবেচনায় রবীন্দ্রনাথ শুধু একুশশতক নয়, রবীন্দ্রনাথ সর্বকালের প্রাসঙ্গিকতায় আমাদের প্রাণিত করেন। বিশ্বজনীনতায় রবীন্দ্রনাথ সর্বব্যাপী তার অন্তরলোক বিস্তার করে মুক্তমনা মানুষদের উদ্বুদ্ধ ও উজ্জ্বীবিত করে চলেছেন।

শুক্রবার (৮ মে) বিশ্বকবি কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তিতে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রবীন্দ্রনাথের চৈতন্য বিকাশের ধারায় লক্ষ্য করা যায় বাঙালি জাতির মানস কাঠামো গড়ে উঠেছে। পাকিস্তানের উপনিবেশিক সময়ে রবীন্দ্রনাথকে শাসকগোষ্ঠী নিষিদ্ধ করেছিল- সে সময়ে নিষিদ্ধ রবীন্দ্রনাথ জাতীয় চেতনা বিকাশে বাঙালিত্বের শক্তিবৃদ্ধি করেছেন। শক্তি বৃদ্ধি করেছেন আমাদের সাংস্কৃতিক আন্দোলন-গণসংগ্রামে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের তিনি একান্ত আপনজন। শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে অবস্থানকালে এসব অঞ্চলের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। গ্রামীণ দরিদ্র ও অন্ত্যজ শ্রেণির মানুষের জন্য তাঁর পল্লী উন্নয়ন প্রচেষ্টা আজও আমাদের কাছে অনুসরণীয় হয়ে আছে।