নীলফামারীতে আরো ৬ জন করোনায় আক্রান্ত, মোট ২৪৩

0
92

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী  প্রতিনিধি: নীলফামারীতে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আজ (১৪ জুন) রবিবার দিনাজপুর পিসিআর ল্যাবের রির্পোটে নীলফামারী জেলায় ৮, ৯ ও ১০ জুনের নমুনায় নতুন করে ৬ জন করোনা পজেটিভ। এ ছাড়া ফলো আপ নমুনায় নীলফামারী সদরের ২ বছরের শিশু পুনরায় পজেটিভ হয়েছে।

নতুন আক্রান্ত ৬ জন হলো- নীলফামারী সদরের ৩ জন (নিউ বাবুপাড়ার ১ জন, কাছারীবাজারের ১ জন ও সংগলশী মাঝা পাড়ায় ১ জন) এবং সৈয়দপুর উপজেলায় ৩ জন (বেসিক ব্যাংকের ১ জন, জিআরপি ক্লাবের ১ জন ও কাশিরাম বেলপুকুরের ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সিভিল সার্জন।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২৪৩ জন, এদের মধ্যে সুস্থ-১০৮ জন, আইশেলসনে চিকিৎসাধীন-১২৫ জন এবং মোট মৃত্যু-৬ জন।