ঈশ্বরদীতে সীমিত পরিসরে দোকানপাট খুলতে অনুমতি

0
93

জেলা প্রতিনিধি,পাবনা: ১০/৫/২০২০ থেকে সীমিত পরিসরে দোকানপাট খুলতে সরকারি অনুমোদন দেয়া হয়েছে (সকাল দশটা হতে বিকাল চারটা পর্যস্ত) । সঙ্গে বেশকিছু শর্ত/নির্দেশনা দেয়া হয়েছে।

ঈশ্বরদী সার্কেল পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির তার ভেরিফাইড ফেসবুকে ঈশ্বরদী ও আটঘরিয়ার ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনাগুলো হুবহু তুলে ধরা হলোঃ তার মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনা হচ্ছে :

* মার্কেট বা দোকানে প্রবেশের মুখে হাত ধোয়ার ব্যবস্হা বা হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং ব্যক্তির শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্হা রাখা।

* দোকানে কর্মরত প্রত্যেক ব্যক্তি মাস্ক ও হ্যান্ড গ্লাভস সার্বক্ষণিকভাবে ব্যবহার করা।

* মাস্ক পরা ব্যাতীত কোন ব্যক্তিকে দোকানে আসতে না দেয়া বা তাদের নিকট পণ্য বিক্রয় না করা।

* ’স্বাস্হ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে’ লেখা সম্বলিত ব্যনার দোকানে প্রদর্শন করা।

* মার্কেটসহ যাতায়াতের সকল পর্যায়ে একজন অন্যজন থেকে কমপক্ষে তিন ফুট দূরত্ব রক্ষা করা।

* এছাড়া মসজিদে নামায পড়ার ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা অনুসরণ করা এবং প্রত্যেক মুসল্লী আবশ্যিকভাবে নিজ নিজ জায়নামাজ ব্যবহার করা। উল্লিখিত বিষয়গুলি নিশ্চিত করার জন্য সকল সম্মানিত দোকান মালিক, মসজিদ পরিচালনা কমিটি ও সকল নাগরিকগণকে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
অতিরিক্ত পুলিশ সুপার
ঈশ্বরদী সার্কেল, পাবনা।