রামেকে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের ৬ জন করোনা পজেটিভ, ৮ জন করোনার উপসর্গে এবং ৩ জন করোনা নেগেটিভ হবার পর শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৩ জন করে, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৯ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯১ জন।
তিনি জানান, বুধবার রাজশাহীর দু’টি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৯৩টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৭১ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৮৩ নমুনায় ৩২ জনের পজেটিভ আসে। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ।