রাজনীতি

মাস্ক না পড়ে কেউ ঘর থেকে বের হবো নাঃ এনডিপি

মাস্ক না পড়ে কেউ ঘর থেকে বের হবো না। নিজে সর্তক থাকব, অপরকে সর্তক থাকার জন্য অনুরোধ করব এই মন্তব্য করে ৪ আগস্ট, ২০২১ বুধবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেন,প্রতিদিন সংক্রমণ ও করোনার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে করে সকল নাগরিকের সাধারণ জীবনযাপনে ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এখন আমাদের সকলের উচিত পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে, ঐক্যবদ্ধভাবে এই মহামারী করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

লকডাউনে সাধারণ নিম্ন শ্রেণির মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।অনেকেই অনাহারে,অর্ধাহারে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তার চেয়ে আরো ভয়াবহতা বিরাজ করছে, নিম্ন মধ্যবিত্তদের মধ্যে কারন তাদের পাশে রাষ্ট্র ও বিত্তশালীরা যেমন এগিয়ে আসছে না। তারা ও কারো সামনে গিয়ে হাত পাততে পারছে না।

এসব বাস্তবতাকে আমলে নিয়ে সবাই যেন দু মুঠো ভাত খেতে পারে এবং খুব অল্প সময়ের মধ্য দিয়ে করোনা টিকা গ্রহন করতে পারে। তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঈদের আগে কঠিন লকডাউন শুরু হয়েছে, যা এখনো চলছে। অনেকেই অনলাইনে নিজ এলাকায় টিকা নেয়ার রেজিষ্ট্রেশন করেছিল, আবার কেউ কেউ ঢাকা কিংবা কর্মক্ষেত্রের কাছাকাছি রেজিষ্ট্রেশন করেছিল।কঠোর লকডাউন ঘোষণার কারণে তাদের অবস্থানগত সিদ্ধান্ত বদলাতে হয়েছে।

অনেক মানুষ ঢাকা সহ বিভিন্ন সিটি করপোরেশনে রেজিষ্ট্রেশন করেছিল, তারা এখন গ্রামে রয়েছে। অবস্থানগত জটিলতায় অনেকে নিদির্ষ্ট সময় মত টিকা গ্রহন করতে পারছে না। এদের ব্যাপারে সরকার যদি সিদ্ধান্ত গ্রহন করে, টিকা কার্ড থাকলে যেকোনো টিকাদান কর্মসূচিতে গিয়ে টিকা গ্রহন করতে পারে। নেতৃবৃন্দ দেশবাসীসহ, সকল নাগরিককে অনুরোধ করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলি। নিজে মাস্ক পড়ি, অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button