খেলাধুলা
ময়েস হেনরিক্সকে ফেরালেন সাকিব
ময়েস হেনরিক্সকে আউট করে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন সাকিব আল হাসান। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে মিসেল মার্শের সঙ্গে ৫২ বলে ৫৭ রানের জুটি গড়েন হেনরিক্স। অনবদ্য ব্যাটিং করে যাওয়া এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব।
১৪.২ ওভারে দলীয় ৮৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৫ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন ময়েস হেনরিক্স।
মেহেদি হাসানের পর মোস্তাফিজের আঘাত। ৫.৪ ওভারে দলীয় ৩১ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কঠিন চাপের মধ্যে পড়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২.৩ ওভারে দলীয় ১৩ রানে অফ স্পিনার মেহেদি হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালেক্স ক্যারি। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১১ রান করার সুযোগ পান তিনি।
তবে সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলে অ্যালেক্স ক্যারিকে সাজঘরে ফেরান মেহেদি।