দেশজুড়ে

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ গোহাটি পাড়ায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নিজ ঘরে বিদ্যুতের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। লিটন ওই মহল্লার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মংলুর ছেলে ।

নিহত লিটনের ভাতিজা শাহারুল হোদা রিপন জানান, তিনি বিদ্যুৎতের মেইন লাইন বন্ধ না করেই নিজ ঘরে বাল্ব পরিবর্তন করছিলেন। সেখানেই তিনি বিদ্যুতায়িত হয়ে দীর্ঘক্ষণ ঝুঁলে থাকেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার শামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, কাউন্সিলর মোখলেসুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট লিটনকে দেখতে যান। তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button