দেশজুড়ে

প্রাইভেটকারে ফেন্সিডিল বহন কালে র‍্যাবের হাতে দুই মাদক কারবারি আটক

প্রাইভেট কারে ফেন্সিডিল বহনকালে র‍্যাবের হাতে দুই মাদক কারবারি আটক হয়েছে। র‍্যাব-১৩ সূত্রে জানাগেছে, র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১,দিনাজপুর ও র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, গাইবান্ধা এর যৌথ অভিযানে একটি আভিযানিক দল ।

গোপন সংবাদের ভিত্তিতে (৩ আগষ্ট) সকালে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ডাঙ্গাপাড়া গোলাহাট নামক স্থানে রংপুর-সৈয়দপুর বাইপাস সড়কের শান্ত টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও ৫৭০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে।

আসমীরা হলো চাঁদপুরের হাইমচর আলগিবাজারের মোঃসুমন(৩৪) ও জয়পুরহাট পাঁচবিবির খানগুর বাজারের মোঃইমরান (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃতআসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামী দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩’র ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।তিনি আরও বলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী,মাদক, ছিনতাইকারী,ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button