ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর দুই শিশু নির্যাতনের প্রধান আসামী র‍্যাবের হাতে আটক

0
77

ফরিদুল ইসলাম রঞ্জু,  ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর দুই শিশু নির্যাতনের ঘটনার মূল আসামী অভিযুক্ত ইউপি মেম্বার জহিরুল ইসলাম র‍্যাবের হাতে আটক হয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানাগেছে, শনিবার(১৪ জুন) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের মেম্বার এর মাধ্যমে র‍্যাব জানতে পারে চাঞ্চল্যকর মামলার শিশু নির্যাতনকারী সেনগাঁও ইউনিয়নের ইউপি সদস্য হরিপুর জামুন বাজার এলাকায় আত্মগোপন করে আছে। সেখানে উক্ত আসামীকে পাওয়া না গেলে র‌্যাব গোপন সূত্র মারফত জানতে পারে ঘটনার আসামী অন্যত্র পলাতক আছে।

পরবর্তীতে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গভীর রাতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানাধীন গাজীর হাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মামলার শিশু নির্যাতনকারী প্রধান আসামী মোঃ জহিরুল ইসলাম ওরফে গুডকে (৪৮) আটক করতে সমর্থ হয়।আটককৃত জহিরুল পীরগঞ্জ উপজেলার দেওধা গ্রামের সোহরাব আলীর ছেলে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে ধৃত আসামী উক্ত শিশু নির্যাতনের সাথে সংশ্লিষ্টতার কথা র‌্যাবের নিকট প্রাথমিকভাবে স্বীকার করে।আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৩’র লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিপিসি-১ আবদুল্লাহ আল মামুন র‌্যাব-১৩, সিপিসি-১।

উল্লেখ্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় একই এলাকার মোতালেব আলী । উক্ত প্রস্তাবে গৃহবধূ সাড়া না দেওয়ায় এর ক্ষোভ মেটাতে ঐ গৃহবধূর সন্তান সুমন ও ভাতিজা কমিরুল এর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে সেনগাঁও ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে সালিশি বৈঠক এর মাধ্যমে উক্ত দুই শিশুকে হাত পা-বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়।