দেশজুড়ে
করোনায় আক্রান্ত হয়ে উপসহকারী মেডিকেল অফিসারের মৃত্যু
এন আই মিলন, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সহকারী মেডিকেল অফিসারের মৃত্যু।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও আফোরজ সুলতানা লুনা জানায়, সহকারী মেডিকেল অফিসার সুদীপ্ত দেব শর্মা (৩০) গত ১৬ জুলাই হতে করোনায় আক্রান্ত হয় । শারিরিক অবস্থা গুরুতর হলে তাকে ২৩ জুলাই দিনাজপুর মেডিকেল কলেজের আই সি ইউ তে তে ভর্তি করানো হয়।
আজ ৩ আগষ্ট ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে করোনা রোগীদের সেবায় নিয়োজিত একজন সৈনিক।
সুদীপ্ত দেব শর্মা উপজেলার সুজালপুর ইউনিয়নের আমতলী মানকিরা গ্রামের শশি মোহন দেব শর্মার ছেলে। তার একটি প্রায় আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।