উলিপুরে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ

0
95

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদ্বয় রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের কাচুয়া শেখের পুত্র সুলতান মিয়া ও তার কন্যা শিরিনা খাতুন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলার মোল্লরহাট ঘাট থেকে সুলতান মিয়া (৪৪) তার স্ত্রী জোবেদা বেগম (২৯), কন্যা শিরিনা খাতুন (১৩) সহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে স্থানীয় নৌকার মাঝি শাহ্ আলম মিয়ার নৌকায় সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের শ্বশুর আজিজ মোল্লার বাড়িতে দাওয়াত খেতে রওনা দেন। নৌকাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রহ্মপুত্র নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি পৌঁছিলে হঠাৎ কাল বৈশাখি ঝড় উঠায় নৌকাটি ডুবে যায়।

এসময় নৌকায় থাকা ১০ যাত্রির মধ্যে ৮ জন সাতরিয়ে কিনারায় পৌঁছিতে পারলেও সুলতান মিয়া ও তার কন্যা শিরিনা খাতুন নিখোঁজ হয়। শুক্রবার (০৮ মে) বিকেল ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নৌকার যাত্রীরা ৯নং ওয়ার্ডের কাজিয়ারচরে যাওয়ার সময় মাঝ পথে হঠাৎ করে ঝড় উঠলে ব্রহ্মপুত্র নদের প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটির নিচের অংশের কাঠ খুলে গিয়ে ডুবে যায়। এ সময় পাশে থাকা মাছ ধরার অন্য নৌকা এগিয়ে এসে সকলকে উদ্ধার করলেও ওই দুইজনকে উদ্ধার করতে পারেনি।