ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে কোভিড-১৯ টিকাদান বিষয়ে আলোচনা ও অবহিতকরণ সভা
রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু এর উদ্যোগে রোয়াইল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান বিষয়ে আলোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩১জুলাই- ২০২১ইং) তারিখে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোভিড-১৯ (ভ্যাকসিন) টিকাদান কর্মসূচি আগামী ০৭/৮/২০২১ইং এবং ১০/০৮/২০২১ং কার্যক্রম নিয়ে আলোচনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব, আবুল কালাম সামসুদ্দিন মিন্টু।
এ’সময় সভায় আরো উপস্থিত ছিলেন রোয়াইল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন স্বাস্থ্যকর্মী গণ | সভায় রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু টিকাদান কর্মসূচী যাতে সফল ভাবে সম্পাদন হয় এর লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে টিকা নিতে উৎসাহিত করতে স্বাস্থ্যকর্মী, ইউপি সদস্যদের, পরামর্শ প্রদান করেন। টিকাকেন্দ্র ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।