দেশজুড়ে

ধামরাইয়ের ললিতনগরে রাস্তার উপর বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার ললিত নগর এলাকায় ৩০ বছরের পুরনো রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে স্হানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এর প্রতিবাদে ললিত নগর এলাকার পাশ্ববর্তী ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (২৬ জুলাই -২০২১) বিকেলে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিত নগর এলাকার লোকজন ঢাকা -আরিচা মহাসড়কের পাশে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

এ’মানব বন্ধন কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা বলেন ময়ছের আলীর মেয়ে জামাই মোঃ সাগর,আব্দুল খাঁ এর ছেলে মজিবর খাঁ, শমসের আলীর ছেলে বাচ্চু মিয়া, হোসেন আলীর ছেলে আব্দুল গনি গং মিলে নিজেদের প্রভাব খাটিয়ে ললিত নগর গ্রামের ৩০ বছরের পুরনো রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে এলাকার লোকজনের চলাচলের ব্যাঘাত সৃষ্টি করিয়াছে বলে বক্তার অভিযোগ করে প্রশাসনের নিকট জনস্বার্থে রাস্তাটি দখল মুক্ত করার জন্য দাবি রাখেন।

মানব বন্ধনে জাতীয় শ্রমিক লীগের ধামরাই উপজেলা শাখার ডাঃ মোঃ আবুল হোসেন বলেন-আমরা প্রায় ত্রিশ বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। এর আগে গাঙ্গুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেম্বাররা এই রাস্তা সংস্কারের কাজ করেছেন। এ রাস্তা দিয়ে ললিত নগর ও বাথুলী দুই এলাকার প্রায় পাঁচ হাজার লোক প্রতিনিয়ত চলাচল করেন।কিন্তু অভিযুক্তরা প্রভাব খাটিয়ে রাস্তা দখল করেছে।আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই। দখল মুক্ত রাস্তা চাই।

ললিত নগরের বাসিন্দা আনিসুর রহমান সোহাগ বলেন এই রাস্তা দিয়ে আমার দুই গ্রামের প্রায় পাঁচ হাজার লোক প্রতিনিয়ত চলাচল করি কিন্তু স্হানীয় কয়েকজন মিলে এই রাস্তাটি দখল করে বাড়ি নির্মাণ করছে যার কারণে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছি না। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি রাস্তাটি দখল মুক্ত করে এলাকার মানুষের চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হউক।

এ’বিষয়ে অভিযুক্ত আব্দুল গনি বলেন রাস্তার পাশে খাল ছিল সেই খাল ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে। আর রাস্তাটি আমার রেকর্ডীয় জমির উপর ছিল। তাই নতুন রাস্তা হওয়াতে আমি আমার রেকর্ডীয় জমি দখল করেছি। আমি আমার রেকর্ডীয় জমি ছাড় দেব না।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button