করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

0
118

ঢাকা:প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। এবার মারা গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন।

গত ১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর পর করোনায় এখন পর্যন্ত ৩১ জন চিকিৎসকের মৃত্যু হলো। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ আমাদের সময়কে জানান, ডা. সাজ্জাদ হোসাইন আইসিইউতে ভর্তি ছিলেন। তার লাশ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।