দেশজুড়ে

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী যুবক নিহত

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয় মিলন(৩৫) নামে এক প্রতিবন্ধী ভিখারী যুবক নিহত হয়েছে। রোববার(২৫ জুলাই) সন্ধায় উপজেলার বাগআঁচড়া বাগুড়ি বেলতলা মুড়িরমিল নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত মিলন ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।বর্তমানে সে বাগুড়ী বেলতলায় গফুরের বাড়ীতে থাকতো।

জানা যায়,প্রতিদিনের ন্যায় প্রতিবন্ধী মিলন ভিক্ষা করে রোববার সন্ধা আনুমানিক সাড়ে ৬টার দিকে ভ্যান যোগে বাড়ী ফেরার পথে উপজেলার বেলতলা মুড়ির নামক স্হানে পৌছালে বিপরীতমুখী যশোর গামী একটি ট্রাক ভ্যান টিকে ধাক্কা দেয়। এসময় মিলন ভ্যান থেকে ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্হলে মারা যায়।এসময় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

এব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্হলে উপস্হিত হয়ে মরদেহ উদ্ধার করে প্রতিবন্ধী ও ভিখারী হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button