রাজশাহীতে ১০ দিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ

0
91

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলায় ১০ দিনেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গেল ৩ জুন আক্রান্তের সংখ্যা ছিল ৬১ জন। তবে শনিবার (১৩ জুন) বিকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১২৪ জন।

অথচ প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ার পর আক্রান্তের সংখ্যা ৬১ জনে আসতে সময় লেগেছে ৫২ দিন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, রাজশাহী জেলার ১২৪ জনের মধ্যে ৪৫ জনই মহানগরীর বাসিন্দা। এর বাইরে জেলার বাঘা উপজেলায় ৯, চারঘাটে ১২, পুঠিয়ায় ১১, দুর্গাপুরে ৪, বাগমারায় ১০, মোহনপুরে ৯, তানোরে ১৫, গোদাগাড়ীতে ১ এবং পবায় ৮ জনের করোনা ধরা পড়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ২ হাজার ২১০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়াতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৪ জন। এছাড়া জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৮৫ জন, সিরাজগঞ্জে ১৭৫ জন, পাবনায় ১৮৮ জন, নাটোরে ৮১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন। এর মধ্যে বগুড়াতেই মারা গেছেন ১৫ জন। এছাড়া পাবনায় ৫, সিরাজগঞ্জে ৩, রাজশাহীতে ৩ জন, নওগাঁয় ৩ জন ও নাটোরে ১ জন মারা গেছেন। রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে এখনও কারও মৃত্যু হয়নি।

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৪৭৫ জন। সবচেয়ে বেশি করোনা জয় করেছেন নওগাঁর ১২০ জন। এছাড়া জয়পুরহাটে ১১৭ জন, বগুড়ায় ৮৯ জন, নাটোরে ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২ জন, রাজশাহীতে ৩৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগের আট জেলায় এখন হাসপাতালে ভর্তি আছেন ৩৭১ জন।