দেশজুড়ে

পুঠিয়ায় লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ৪১ জনের অর্থদন্ড

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় স্বাস্থ্য বিধি না মানায় ৪১ ব্যাক্তিকে ২৯,৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল দশটা থেকে উপজেলার বানেস্বর বাজার শিবপুর বাজার পুঠিয়া উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাস পিপিএ।

লকডাউনে দোকান পাট খোলা, মাক্স না পরা বিনা কারণে মোটরসাইকেল রাইড ও চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস পিপিএ জানান, সরকারি নির্দেশ উপেক্ষা করে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ও জনসচেতনতার জন্য এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করায় বাংলাদেশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানানো সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button