মাগুরায় শ্রমিক সংকট নিরসনে ধান কাটার মেশিন উদ্বোধন করলেন এমপি বীরেন

0
137

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে কৃষিতে শ্রমিক সংকট নিরসনের জন্য ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দিকরণ কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাগুরা ২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার ওই মেশিনের মাধ্যমে ধান কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা যায়, করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকট নিরসনের জন্য সরকার কৃষকদের মাঝে নির্ধারিত শতকরা ৫০ভাগ ভর্তুকিতে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দিকরণ মেশিন কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করছে। এ মেশিনের মাধ্যমে খুব সহজেই ঘণ্টায় এক একর জমির বোরো ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করা যায়। এতে খুব সহজেই কৃষকরা ধান ঘরে তুলতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।