রাজধানী

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় পশু কোরবানি দিতে দেখা গেছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া নগরবাসী জানিয়েছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিন একটু ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

এদিকে ঈদের পরের দিন হওয়ায় কসাইয়ের রেট কমেছে। ঈদের দিন গরু প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিলেও ঈদের দ্বিতীয় দিনে ১০০ থেকে ১৫০ টাকায় তা নেমে এসেছে।

শেওড়াপাড়ার কসাই কাদের বলেন, ঈদের দ্বিতীয় দিন হওয়ায় আজ আমাদের রেট অর্ধেকে নেমে গেছে। ঈদের দিন ১০টি গরু কেটেছি ২০০ থেকে ২৫০ টাকা হাজারে নিয়েছি। আজ হাজারে ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছি। আজ তিনটি গরু কেটেছি। বিকেলে আরও দুটি কাটার অর্ডার আছে।

ঈদের দিন পশু কোরবানির রীতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেকেই পশু কোরবানি দিয়ে থাকেন। তবে তা ঈদের দিনের তুলনায় অনেক কম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button