মোংলার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার প্রদান
মোঃসোহেল, মোংলা প্রতিনিধি: দেশব্যাপী বিরাজমান মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খুলনা অঞ্চলের মোংলার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১-০৭-২১ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কমান্ডার খুলনা নেভাল, এরিয়াএডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ এএফডব্লিউসি পিএসসি তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর কর্তিক বুধবার বিকেলে মোংলা বন্দর এলাকায় কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
ঈদ সামগ্রী মধ্যে রয়েছে ছাগলের মাংস, চাল, আটা, লবন। ঈদ উপহার পেয়ে অসহায় মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমান্ডার খুলনা নেভাল, এরিয় এডমিরাল আশরাফুল হক চৌধুরী।