জাতীয়
কঠিন এক সময়ে ঈদ উদযাপন করছি : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক স্বাস্থ্যবিধি মেনে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা উদযাপনের অনুরোধ জানিয়ে বলেছেন, এক কঠিন সময়ে আমরা ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। দেশে এখন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৮ হাজার মানুষ ইতোমধ্যে করোনায় মারা গেছেন। আজকের এই পবিত্র দিনে আমি সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন।
আজ বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি এই অনুরোধ জানান।
আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় কভিড-১৯-এর টিকা দানসহ চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। এ ছাড়া দফায় দফায় লকডাউন ঘোষণা, দরিদ্র-অসহায় ও কর্মহীন মানুষের মাঝে অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।