দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির


শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী অনুদান হিসেবে সরবরাহ করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় ২০ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চেম্বার ভবনে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অক্সিজেন মাস্ক, নাসাল ক্যানুলা ও নন রিব্রেথিং মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. মো. নজমুল ইসলাম এর হাতে তুলে দেন চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী।
জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. মো. নজমুল ইসলাম বলেন, আমরা কৃতজ্ঞ।আপনাদের এই অনুদান ১শ জন গরীব-অসহায় করোনায় আক্রান্ত রোগীর উপকারে আসবে। এজন্য চেম্বার কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুজা উর রব চৌধুরী বলেন, আমরা সবসময় চেষ্টা করি অসহায় মানুষদের পাশে দাড়াতে। আর এই করোনা মহামারি পরিস্থিতিতেও দিনাজপুর চেম্বার অব কমার্স তাদের পাশে ছিল, আছে ও থাকবে। এর আগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছি। এখন দিলাম অসহায় রোগীদের সুচিকিৎসায় সামগ্রী। পরবর্তী ব্যবস্থায় থাকবে গরীব রোগীদের জন্য বিনামূল্যে ঔষধের জোগান। এরপরও যদি কোন চাহিদা থাকে, আমরা চেম্বার তা পুরণ করবো, ইনশা-আল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ সোহেল রানা, চেম্বারের নব নির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, নব নির্বাচিত সহ সভাপতি জর্জিস আনাম, সাবেক সভাপতি মোছাদ্দেক হুসেনসহ পরিচালক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, জহির খান, আজিজুল ইকবাল চৌধুরী, সিনিয়র সচিব প্রশান্ত কর্মকার শান্ত, সচিব মজিবর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১শ টি করে অক্সিজেন মাস্ক, নাসাল ক্যানুলা ও নন রিব্রেথিং মাস্ক অনুদান হিসেবে সরবরাহ করে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।