বিচ্ছিন্ন চরে গিয়ে দুস্থ পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও

0
85

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ নদী পার হয়ে, কাদাপানিতে হেঁটে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাশেমে গিয়ে দুস্থ-অসহায় মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) । রোববার দুপুরে ওই চরের অর্ধশতাধিক পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ। সেখানকার বেশিরভাগ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। করোনার প্রাদুর্ভাবে তাদের জীবন জীবিকা থমকে গিয়েছে। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ।

ওইসব মানুষের কথা বিবেচনা করে বিচ্ছিন্ন দ্বীপটির ৬৫ পরিবারের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছেন ইউএনও মাশফাকুর রহমান। প্রত্যেক পরিবারের হাতে হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী। এতে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, তেল, লবন, দুধ ইত্যাদি।

ইউএনও মো. মাশফাকুর রহমান বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে করোনায় কর্মহীন বিচ্ছিন্ন চরকাশেমের মানুষের মাঝে গিয়ে ত্রাণ দিয়েছি। কাল (সোমবার) আরেকটি চর চরনজির গিয়ে ত্রাণ দিব।