কেনিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

0
223

পশ্চিম কেনিয়ার একটি মহাসড়কে পেট্রোল ট্যাঙ্কার উল্টে গিয়ে বিস্ফোরণে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বেশ কিছু লোক আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, শনিবার ( ১৭ জুলাই) গভীর রাতে নাইরোবির উত্তর-পশ্চিমে প্রায় ৩১৫ কিলোমিটার (১৯৫ মাইল) দূরে মালাঙ্গার কাছে জ্বালানী ট্রাকটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে উল্টে যায়। এতে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দু’ঘণ্টা লেগে যায়।

দুধ ভর্তি লরিটি উগান্ডা সীমান্তের কাছে বুসিয়া থেকে কিসুমুতে যাচ্ছিল। সে সময়ই বিপরীত দিক থেকে আসা পেট্রোল ট্যাংকারের সঙ্গে সেটি ধাক্কা খায় বলে জানিয়েছে পুলিশ।

সিয়া কাউন্টির স্থানীয় পুলিশ প্রধান চার্লস বলেন, “আমরা ঘটনাস্থলে বারোটি লাশ গণনা করেছি। অপর একজন আহত হয়ে হাসপাতালে মারা যান।”তিনি জানান,”অনেককে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।”