বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল এর আয়োজনে BBQ পার্টিতে মানুষের ঢল

0
126

মোঃ কবির মোল্লা, কানাডা ব্যুরো প্রধানঃ পনেরোই জুলাই 2019 থেকে কানাডায় সব কিছুই অচল হয়ে পরেছিল মহামারী করোনার ভয়াবহতায়। বাংলাদেশী কানাডিয়ানরা গত দের বছর যাবত ছিল মূলতঃ গৃহবন্দি।
কানাডায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বিধায় সরকার বিধি নিষেধ শিথিল করেছে। মন্ট্রিয়ল শহরকে গ্রীন জোন ঘোষণা করেছে।

সরকারী বিধি নিষেধ মেনে অনুষ্ঠান করার অনুমতি পাওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল আয়োজন করে জাঁকজমকপূর্ণ বিশাল BBQ পার্টি।

দীর্ঘদিন পর প্রবাসী বাঙালির এমন একটি অনুষ্ঠানে মন্ট্রিয়লের জেরী পার্কে উৎসব মুখর পরিবেশে মানুষের ঢল নামে।

আমরা কানাডিয়ান আমরা বাংলাদেশী। আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি সংস্কৃতি লালন করি ধারন করি। জেরী পার্কের অনুষ্ঠানে হাজারো বাঙালির উপস্থিতি সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আয়োজকরা।

পুরো অনুষ্ঠান ঘুরে প্রতিবেদক লক্ষ করেছে তিন জেনারেশনের বাঙালি এই উৎসবে উপস্থিত ছিল।
বয়োজ্যেষ্ঠ বাঙালি যারা ত্রিশ চল্লিশ বছর কানাডায় স্থায়ীভাবে বসবাস করছে, মধ্যবয়স্ক বাঙালি যারা পিতামাতার সাথে কানাডায় এসেছে, এবং শিশু সন্তানেরা যারা জন্মসূত্রে কানাডিয়ান অথচ বাঙালি । সবাই বাংলায় কথা বলে।

সাংবাদিক ফরহাদ টিটো ও নাজনিন নিসা এর সঞ্চালনায় অনুষ্ঠানটি দুপুর বারোটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল raffle draw এর 55” টেলিভিশন।

Drawতে টিভি জিতে নেন ডিনা টিনা ব্যালানো।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন মাহবুবুর রহমান ভুঁইয়া ও তিতলি বড়ুয়া। তবলা বাজিয়েছেন ঝলক দেব এবং শিশু শিল্পী কাব্য বড়ুয়া ।

জেরী পার্কের এই পার্টিতে প্রধান অতিথি ছিলেন সিটি কাউন্সিলর মেরী ডেরস। বিশেষ অতিথি: সামিমুল হাসান ( সাবেক সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল)।
বিশেষ অতিথি: বিশিষ্ট ব্যবসায়ী নজরুল আলম সানু।
অতিথি : মমিনুল হক ভুঁইয়া,
এবং মন্ট্রিয়ল স্বনামধন্য রিয়েল এস্টেট ব্যবসায়ী
রশিদ খান, (প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল)।

অনুষ্ঠান ব্যবস্থাপক রনি মালিক, সহযোগিতায় পাপিয়া সমীর।

আরোও যারা অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন গাজী কামরুল হাসান (ফাউন্ডার বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল), হাসান জাহীদ কমল, সাফিয়াল মাহমুদ সমীর, মাহবুব শিকদার সুপ্রিম, সরকার নাসিম আহমেদ( সম্পাদক, সাংবাদিক), কাজী শহীদ, শামীম ভুঁইয়া, রায়হান ইবনে হোসেন, সরকার নাসিম,আসিফ হোসেন, শেখ মোজাফ্ফর হোসেন, জেনিফার গোমেজ, টিনা চৌধুরী, সাজ্জাদ জুয়েল খানসহ অনেকেই।

বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল এর কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে বাঙালির এই সফল অনুষ্ঠান।