গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীনদের রাস্তায় ঘুরে ঘুরে করোনা পরীক্ষা

0
102

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা শহরে বিভিন্ন অলি গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষ গুলোকে করোনা ষ্টেট এর নমুনা সংগ্রহ করা হয়েছে। সকালে জেলা সিভিল সার্জেন এ বিএম আবু হানিফ এর পক্ষ থেকে একটি মেডিকেল টীম শহরের ডিবি রোড় , গোরাস্তন মোড় ও ষ্টেশন রোড় এলাকায় থাকা বিভিন্ন মানুষিক ভারসাম্যহীন মানুষগুলোর এ ষ্টেট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ ওয়াসেক রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়া , নিরাপদ চিকিৎসা চাই জেলার শাখার সভাপতি মাহবুব উল হাসান রিপন সাধারন সম্পাদক জিয়া্উর রহমান জিয়া, নাজিম আহম্মেদ রানা , বিভিন্ন গনমাধ্যমকমীরা। সাম্প্রতিক একটি বেসরকারী টেলিভিশনে সংবাদ প্রচারের পর এই সব মানুষ গুলোর সহযোগীতার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার ।

গতকাল রাতে তিনি ভারসাম্যহীন মানুষগুলোর মাঝে খাবার বিতরন করেন ও আজ সকালে সিভিল সার্জনের মাধ্যমে করোনা টেষ্টের জন্য মেডিকেল টিম সাহায্যে নমুনা নেয়া হয়।